বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা সচলের আবেদনের পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার আংশিক শুনানি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। বুধবারও এই মামলার উপর শুনানি অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে, গত ৮ এপ্রিল খালেদার চারটি মামলা শুনানির জন্য হাইকোর্টের নতুন এই বেঞ্চ নির্ধারণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এই চারটি মামলার একটি হলো নাইকো দুর্নীতি মামলা।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব