বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে হবিগঞ্জে দায়ের করা মানহানি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিশাত সুলতানা এ আদেশ দেন।
মামলার এজহার থেকে জানা যায়, লন্ডনের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন তারেক রহমান। এ অভিযোগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী।
মামলায় এরই মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির পরও তিনি হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব