গাজীপুর জেলার শ্রীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছেলে।
শুক্রবার ভোররাতে উপজেলার আতলরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আমির উদ্দিনের স্ত্রী হাসুনি বেগম (৫০), মেয়ে আরিফা খাতুন (২৩) এবং আহত ছেলে শাহজাহানকে (২০)।
জানা যায়, শুক্রবার ভোররাতে ডাকাতদের হামলার শিকার হন একই পরিবারের তিন সদস্য। এদের মধ্যে আহত মেয়ে গাজীপুর সদর হাসপাতালে মারা যান। আর মা ও ছেলেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় মা। ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব