ইন্দোনেশিয়ায় ৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাকার্তার সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি।
জাকার্তায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার সকালে রওনা দিয়ে বিকেলে ইন্দোনেশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন এপ্রিল আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে ভাষণ দেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বের দক্ষিণ-দক্ষিণ দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান। সেইসঙ্গে ক্ষুধা ও বৈষম্য, সন্ত্রাস ও সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বুধবার সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এবং কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমেদ আবদুল্লাহ জেড আল-মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গেও। এরপর রাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার শেখ হাসিনার সভাপতিত্বে (কো-চেয়ার) শুরু হয় সম্মেলন। তার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাব।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব