যশোরের বেনাপোলে গাছ কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার সকালে বেনাপোলের ঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ইউপি সদস্য আব্দুল্লাহ (৫০) ও আজগার (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবারে রাতে ঝড়ে রাস্তার পাশে থাকা সরকারি গাছ উপড়ে পড়লে সকালে নিজের জমিতে পড়া সেই গাছ কাটতে যান আলাউদ্দিন, নাসির, গিয়াসউদ্দিন ও ফুলছদ্দিন নামের চার জন। এ সময় ইউপি সদস্য তাদের গাছটে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের হাতে থাকা দা ও কুড়াল দিয়ে ইউপি সদস্য ও তার সাথে থাকা অন্যদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য আব্দুল্লাহর মৃত্যু হয়।
হাসাপাতালে নেওয়ার পথে মারা যান আজগার। এছাড়া আহত হয় আরও ৫ জন। তাদেরকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব