আশুলিয়ায় কমার্স ব্যাংকের কার্যালয়ে হামলা চালিয়ে ৭ জনকে হত্যা ও টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে বাবুল সরদার (৩২) ও মিন্টু (২৮) নামের দুই 'জঙ্গি'কে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গীর সাতনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আশুলিয়ার কমার্স ব্যাংকের কার্যালয়ে হামলা চালিয়ে সাতজনকে হত্যা ও ব্যাংক লুটের ঘটনায় জড়িতরা জঙ্গি নেতা। এদের দুইজনক গতরাতে গ্রেফতার করা হয়েছে।
এটি ডাকাতি নয়, নাশকতার অংশ উল্লেখ করে ডিআইজি নুরুজ্জামান বলেন, এটি ডাকাতি নয়, নাশকতা করে তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। ইতোমধ্যে জড়িত সন্দেহে বাবুল সরদার ও মিন্টু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জঙ্গিগোষ্ঠীর সদস্য। তবে তারা আগে শিবিরের সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারকৃত দুইজনের কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহূত আধুনিক মেশিন, গান পাউডার, ওমেগা ওয়েট মেশিন, স্পিন্টার, ৪টি চাপাতি, ৮টি ডেগার, ১টি পিস্তলের ম্যাগিজ, ২টি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
তবে ওই দুইজন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এ বিষয়ে তদন্ত চলাকালে কিছু বলা যাচ্ছে না বলে জানান ডিআইজি নুরুজ্জামান।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব