পঞ্চগড়ে ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার ভোর ৪ টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সামিউল হক ওই এলাকার শ্যামপাড়া গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার ভোরে সামিউল হকসহ কয়েকজন বাংলাদেশী গরু চোরাকারবারি ঘাগড়া সীমান্ত দিয়ে ভারতের মোমিনপাড়া ছইটাখুরি এলাকা থেকে গরু আনতে যায়। সীমান্তের মেইন পিলার ৭৫০ এর সাব পিলার ১৩ এলাকা দিয়ে ওই গরু চোরাকারবারিরা গরু পারাপার করছিল। এ সময় ১০২ বেরুবাড়ি শিংপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা চোরাকারবারিদের লক্ষ করে গুলি করলে সামিউল হকের কোমড়ে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে বাড়ি নিয়ে গোপনে চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আরিফুল হক বিএসএফের গুলিতে এক গরু চোরাকারবারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারির সঙ্গে জড়িত। এ ঘটনায় বিএসএফকে অভিযুক্ত করে পতাকা বৈঠকের জন্য চিঠি প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।