রাজধানীসহ সারাদেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশের বিভিন্ন জেলার স্থাপনাগুলোতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। গাজীপুর জেলার শ্রীপুরে একটি শিল্প প্রতিষ্ঠানের বহুতল ভবন হেলে পড়েছে। এতে আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব গণমাধ্যমকে জানান, শ্রীপুরে একটি শিল্প প্রতিষ্ঠানের ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার বেলা সোয়া ১২টায় সারা দেশে এই ভূমিকম্প অনুভূত হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।