সারাদেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীতেও আতংক সৃষ্টি করেছে। তবে এখনও পর্যন্ত চট্টগ্রামে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ শনিবার দুুপুর সোয়া ১২টায় প্রায় মিনিটখানেক স্থায়ী এই কম্পনে সাধারণ মানুষ বাসা ছেড়ে বেরিয়ে আসে। নগরীর বিভিন্ন এলাকার অলি-গলিতে লোকজনের ভিড় জমে যায়।
অনেক অফিস, দোকানপাট, মার্কেট থেকেও লোকজন আতংকে রাস্তায় চলে আসে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভূমিকম্প হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ভালভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।