ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ১১তলা বিশিষ্ট শাহ আলম টাওয়ারে ফাটল দেখা দেয়ায় ভবনটিকে সিল গালা করে দিয়েছে জেলা প্রশাসন। তার আগে ভবনটিতে থাকা ব্যাংক, বীমা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, দোকানী ও সর্বসাধারণকে ভবন থেকে বের হয়ে আসতে বাধ্য করে কর্তৃপক্ষ।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকে এম এনামুল করিম জানান শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির সিড়ি বরাবর নিচে লম্বা চিকন ফাটল দেখা দেয়ায় জেলা প্রশাসন, পৌরসভা, গণপূর্ত বিভাগ ও ফায়ার সার্ভিসের যৌথ সিদ্ধান্তে ভবনটিকে তালাবদ্ধ করা হয়েছে। শীঘ্রই জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি করা হবে। টেকনিক্যাল কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত টাওয়ারটি তালাবদ্ধ থাকবে।
শাহআলম টাওয়ারের ম্যানেজার ও ভাড়াটিয়ারা দাবি করেন ঘটনাটি নিছক গুজব। গত তিনদিন আগে ভবনের এক অংশের টাইলসে ফাটল দেখা দিয়েছে বলে তারা জানান।
এদিকে, ভবনটিতে ফাটল দেখা দেয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমায়। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহম্মদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশর অফিসার খন্দকার সানাউল হক, পৌরসভার প্যানেল মেয়র বাদল হাজারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রশিদা