ভূমিকম্পের আঘাতে নেপালে ব্যাপক হতাহত আর ক্ষয়ক্ষতির পর দেশটির পাশে সকল সামর্থ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্রমন্ত্রণালয় নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেপালে ভূমিকম্পের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চিকিৎসা সহায়তা ও উদ্ধারকাজে সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে নেপালের পাশে দাঁড়ানোর সব উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের নেপালি ভাইবোনদের জন্য সাহায্য ও সহযোগিতা পাঠাচ্ছি।