৭.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত নেপালে জারি রয়েছে জরুরি অবস্থা। এ পরিস্থিতি মোকাবেলায় দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুবন বন্ধ ঘোষণা করা হলেও আজ রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের দু'টি বিশেষ ফ্লাইট নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। শনিবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিডিয়া) নৃতেন চন্দ্র দেবনাথ নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের বরাত দিয়ে জানান, স্থানীয় সময় (নেপাল) আজ দুপুর ২টা ১০ ও বিকাল ৩টা ১০ মিনিটে বিমানের বিশেষ দুটি ফ্লাইট ঢাকার উদ্দেশে নেপাল ছাড়বে। এ ফ্লাইট দুটিতে জরুরি ভিত্তিতে দেশটিতে অবস্থানরত বাঙালি ও নেপালি যারা বাংলাদেশে আসতে চান তাদের আনা হবে বলেও জানা গেছে।
এদিকে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর নেপালে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সেবায় হেলপ লাইন চালু করা হয়েছে। হেলপলাইন নম্বরগুলো হচ্ছে- +৯৭৭৯৮৫১০৩৯৩৫২ (রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস), +৯৭৭৯৮০৮৭৬৫০৭১ (প্রথম সচিব সমিমা চৌধুরী) এবং +৯৭৭৯৮০৮১৮৪০১৪ (কাউন্সিলর খান মো. মইনুল হোসেন)।
শনিবার দুপুরে নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত সেখানে ১,৮০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। উভয় দেশেই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ২০১৫/শরীফ