সংবাদ সম্মেলনে এসে কেঁদে ফেললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর কথা বলতে গিয়ে কান্নায় তার কণ্ঠ বুজে আসে। এ সময় টিস্যু দিয়ে চোখ মুছে ফের বক্তব্য শুরু করেন।
রবিবার দুপুর ২টায় গুলশানের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে, গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় ১৩ মার্চ সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে তিন সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। কারণ হিসেবে তিনি বলেন, 'স্থানীয় এই নির্বাচন হচ্ছে ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের অধীনে।'
বিএনপি সন্ত্রাস ও লাশের রাজনীতি করে না বলে মন্তব্য তিনি বলেন, 'সন্ত্রাস, লাশ ও নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন আওয়ামী লীগ।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, 'আপনি বিনা ভোটে ক্ষমতায় বসে ধরাকে সরাজ্ঞান করছেন। দম্ভ ত্যাগ করেন। এ পর্যন্ত যা করেছেন, এবার অন্তত সিটি নির্বাচনটা সুষ্ঠভাবে করতে দিন। ক্ষমতায় বসে আপনি অনেক অপকৌশল করেছেন। এখন ক্ষমতায় বসা আপনার জন্য বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে।'
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ