হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের এ হামলায় পুলিশ সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, হামলাকারীরা আমাকে হত্যা করতেই চেয়েছিলো।
আজ রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।
খালেদা জিয়ার অভিযোগ, যারা তার ওপর হামলা চালিয়েছে তারা শনাক্ত হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, হামলা করে তাকে জনগণের আন্দোলন থামানো যাবে না। তিনি আরও বলেন, জীবন-মৃত্যুর মালিক মহান আল্লাহ তায়ালা, তিনি রক্ষা করলে কেউ তাকে হত্যা করতে পারবে না।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৫/ রশিদা