বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নীরব প্রতিশোধ নিন। তিনি বলেন, টাকা নেবেন কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। ২৮ এপ্রিল নীরব ভোট বিপ্লব ঘটাতে হবে।
আজ রবিবার দুপুর ২টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া দল সমর্থিত প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানিয়ে বলেন, ভোট গণনার পর ফলাফল জানার পর ঘরে ফিরবেন। যদি কোনো অনিয়ম হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করা হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদসহ ২০ দলের নেতারা।
সিটি নির্বাচনের প্রচারে নামার পর হামলার সম্মুখীন হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার মধ্যেই বেলা ২টায় গুলশানে নিজের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন খালেদা জিয়া।
গত ৩ জানুয়ারি থেকে একটানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন খালেদা জিয়া। কার্যালয়ে অবস্থানকালে গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৫/ রশিদা