শনিবারের ভয়াবহ ভূমিকম্পে গতকাল থেকে এ পর্যন্ত নেপালে ২২শ' মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এখনও বিধ্বস্থ ভবনের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত উদ্বিঘ্ন নেপালিরা স্বজনের পাশে দাঁড়াতে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।
আজ বিকাল ৪ টায় বাংলাদেশ সরকারের উদ্যোগে ঢাকা থেকে ৮০ জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে বিমানের বিশেষ একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ফ্লাইটটিতে করেই আবার নেপালে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে আসা হবে।
বেলা ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফ্লাইটটি আজ দুপুরে নেপাল গিয়ে অবতরণ করতে না পেরে ফেরত এসেছে। বিকাল ৪টায় এটি আবার নেপালের উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটে মেডিকেল টিমের দু'জন সদস্য রয়েছেন। অধিকাংশই নেপালের নাগরিক। এছাড়া বিমানে যাচ্ছে ওষুধসহ জরুরি ত্রাণ সামগ্রি।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ