আগামী মঙ্গলবার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই দিন সিটি নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত-কর্মচারীদের ভোট প্রদান ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি থাকবে। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোট প্রদান ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা্ও সাধারণ ছুটি ভোগ করবেন ।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ