গাজীপুরের চান্দুরা এলাকায় আগামী ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানার গ্যাস লাইনে আগুন লেগে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফজলুর রহমান (২৩), আবুল হোসেন (৫০), দুলাল মিয়া (২৩), ইয়াসিন আহমেদ (৪০), জাহিদুল হক (৩০), মালেক (৩০) ও রেহানা (৩০)। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আগামী ওয়াশিং লিমিটেডের একজন শ্রমিক সাইফুল জানান, দগ্ধ শ্রমিকরা কারখানার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। নতুন গ্যাস লাইনে আগুন লেগে তারা দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি বলে তিনি জানান।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস আগুনে দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ