চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৫) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (দায়রা জজ) রমনী রঞ্জন চাকমা এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ আগষ্ট বিকেলে মতলব উত্তর উপজেলায় টরকী দক্ষিণ গ্রামের প্রবাসী জসিম উদ্দিন পাটওয়ারীর শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে একই বাড়ীর আলী আহম্মেদের পুত্র রহুল আমিন। ঘটনার পর শিশুর মা রহুল আমিনের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৮ আগস্ট এই ঘটনায় শিশুর মা আমেনা বেগম মতলব উত্তর থানায় শিশু ধর্ষণের অপরাধে রুহুল আমিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
সেই মামলায় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন মজুমদার ঘটনার ব্যাপক তদন্ত করে আসামীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ ৭ বছর মামলাটি চলমান থাকার পর রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষ্য প্রমাণ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় গতকাল চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) ৯/১ ধারায় আসামীকে যাবজ্জাবীন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার ও সহযোগিতায় ছিলেন সহকারী পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভুঁইয়া। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার গাজী।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৫/ রশিদা