নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে নূরুল ইসলাম (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় বিএসএফ সদস্যদের নির্যাতনে ইসলাম (৪৮) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নূরুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে। আহত ইসলাম পার্শ্ববর্তী সীমলডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।