ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টা ১ মিনিটে তিনি ভোটকেন্দ্রে ঢোকেন। প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার। তিনি ইলিশ, পানপাতা ও ঘড়ি প্রতীকে ভোট দিয়েছেন বলে জানা গেছে।
ভোট দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা আমার সাংবিধানিক অধিকার। আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরে ভাল লাগছে। পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পেরে আমি আনন্দিত। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হোক। মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করুক এটাই আমি চাই। সুষ্ঠ নির্বাচনের জন্য সারাজীবন সংগ্রাম করেছি। ৭৮ সালের জিয়াউর রহমানের হ্যা/না ভোট দেখেছি। এখানে তো মানুষের ভোট দেবারই সুযোগ ছিল না। দীর্ঘ সংগ্রাম করে আজ এ পর্যায়ে পৌঁছেছি। আজ তাই মানুষ ভোট দিতে পারছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এরা মানুষ খুন করেই অভ্যস্থ। জিতলে ভাল, না জিতলে মানি না- এটা তাদের নীতি। তারা তো মানুষ পোড়ানোর রাজনীতি করে। বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। বিএনপি-জামায়াত জানেই মানুষ খুন করার আন্দোলন। একটা মোমবাতি জ্বালিয়ে হাতটা এক মিনিট উপরে ধরে দেখুন পোড়ার কি যন্ত্রনা। সৃষ্টির সেরা জীব মানুষ। তাদের পুড়িয়ে কয়লা করে দেওয়া হয়েছে।
বিএনপিকে গণতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/ এস আহমেদ