প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ যে রায় দেবে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য। অতীতেও আমরা ভোটের ফল মেনে নিয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগ সব সময়ই ভোটের ফল মেনে নিয়ে এগিয়ে যায়।
আজ মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মেয়র পদে ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট দিয়েছেন জানিয়ে দল সমর্থিত প্রার্থীদের জয়ের আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে আশা করছি। একই সঙ্গে নির্বাচনে ভোটের ফল মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল, ২০১৫/ রশিদা