ব্লগার অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করে ভিডিওবার্তা প্রকাশ করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা। একইসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানে আরও হত্যাকাণ্ডের দায়ও দলটির প্রধান আসিম উমর নিচ্ছেন বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইটইন্টিলিজেন্ট গ্রুপ জানিয়েছে।
আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’র (একিউআইএস) ২ মে এক ভিডিও বার্তায় দলটির আমির উমর অভিজিৎ হত্যার দায় স্বীকার করেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলা হয় অভিজিৎ রায় ও তার স্ত্রী বন্যার ওপর। হামলাকারীদের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। এঘটনায় গুরুতর আহত হন বন্যা।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৫/ রশিদা