বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের যথাসময়ে জানাজায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া পিন্টুর মৃত্যুতে দেশব্যাপী বিএনপির দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হবে বলে জানান বিএনপির সহ-দপ্তর সম্পাদক।
এদিকে, জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হবে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে।
রবিবার বিকেলে হাজারীবাগের নিজ বাসায় পিন্টুর ভাই নাসিমউদ্দিন আহমেদ রিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব