সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে অসন্তোষের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এমন কোনো অপরাধ করিনি যে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে। এমন কোনো দুর্বলতা আমাদের নেই যে কেউ এসে বলবে আর শেখ হাসিনা মাথা নত করবে।
রবিবার রাতে গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আ জ ম নাসির ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা ৯২ দিন নিজেই নিজেকে অবরুদ্ধ করে রাখলেন। ৬৫ জনকে নিয়ে একটি ঘরে বসে থাকলেন। অপহরণের নামে নাটক করলেন, মানুষ হত্যা করলেন। উনি কি মনে করেন, উনার প্ল্যান কেউ বোঝে না!
তিনি বলেন, সিটি নির্বাচন বর্জন করে আরেকটি নাটক করেছেন তিনি। যেন আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে সরকার উৎখাত করা যায়।
শেখ হাসিনা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন কোনো কাজ করিনি যে, আমাদের কোনো আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে। কাজেই কোনো চালবাজি করে লাভ নেই।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৫/মাহবুব