হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহ নয়াপল্টনে নেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে তার মরদেহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ১১টায় সেখানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন লেদার টেকনোলজি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এর আগে আজ ভোর সাড়ে ৫টায় পিন্টুর মরদেহ রাজশাহী থেকে নগরীর হাজারীবাগ ২৭ নম্বর মনেশ্বর রোডের নিজ বাসায় পিন্টুর মরদেহ আনা হয়।
বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকাবস্থায় নাসির উদ্দিন আহমেদ পিন্টু রবিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতালের জরুরি বিভাগ থেকে তাকে হৃদরোগ বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ৪ মে ২০১৫/শরীফ