আদালত অবমাননার অভিযোগ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ দল হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশ ও সংগঠনটির আমীর এবং সহ-সম্পাদককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে শিবির সভাপতি ও সাধারণ সম্পদককে তাদের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে পুনরায় রুল জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশপূর্বক এই রুল জারি করেন।
রুলের জবাব দিতে আগামী ২৪ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। তবে আগামী তিন সপ্তহের মধ্যে আইনজীবীর মাধ্যমে রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে শিবিরকে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দেয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা ও বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কারণ দর্শাও নোটিশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
গত ১৫ এপ্রিল জামায়াত-শিবিরের ৫ নেতার পক্ষে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়ে শুনানি করেন তাদের আইনজীবী মশিউজ্জামান ও তারিকুজ্জামান। অন্যদিকে গত ২৮ জানুয়ারি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জবাব দাখিল করেন জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৫/ রশিদা