ভূমিকম্প বিধ্বস্ত নেপালের দুর্গতদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সোমাবারই ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, “সড়ক ও আকাশ পথে এসব ত্রাণ নেপালে পৌঁছানো হবে।”
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/০৪ এপ্রিল, ২০১৫/মাহবুব