নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে অপসারণ করা হয়েছে। নারায়ণঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি তিনি। নূর হোসেন বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের দায়ে বিচার চলছে।
আজ রবিবার স্থানীয় সরকার বিভাগ এক আদেশ জারির মাধ্যমে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করে। নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় (বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন) ২০১২ এর ৩৪ ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছেন। এজন্য ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ১৩ ধারা অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে বলে ওই আদেশে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় আদালতের নির্দেশে ১৫ মে নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক অভিযান চালায় পুলিশ। সে দিন তিনিট খাঁচার মধ্যে থাকা তিনটি বিদেশি পাখিসহ শতাধিক পাখিও জব্দ করা হয়।
পরে ১৮ মে গাজীপুর বন বিভাগের রেঞ্জার অফিসার মো. ফজলুল হক বাদী হয়ে পশুপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নূর হোসেনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৫/ রশিদা