পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটন ও টেকশই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্যুরিজম ডেভলেপমেন্ট অ্যাসোসিয়েশন, পঞ্চগড় শনিবার সকালে এ অনুষ্ঠান আয়োজন করে।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রথম পর্বের শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, উপজেলা ভূমি কর্মকর্তা এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব, পরিবেশকর্মী মাহমুদুল হাসান, ট্যুরিজম ডেভলেপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সাকিল প্রমুখ। বক্তারা এসময় পঞ্চগড়কে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই