ছিটমহলবাসীর যেনো সমস্যা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে টাঙ্গাইল ও পঞ্চগড়ের মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলবাসীদের ওপরে কেউ যাতে কোনো ধরনের অত্যাচার না করেন সেটি দেখতে হবে। পাশাপাশি তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। এখন তাদের সার্বিক উন্নয়ন করার দায়িত্ব আমাদেরই।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব