ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতকালে তাকে স্বর্ণের তৈরি নাঙ্গলের কোটপিন পরিয়ে দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকেলে রওশন এরশাদ মোদির সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎ শেষে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
প্রায় ১৫ মিনিট সময় মোদির সঙ্গে বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, 'মোদির সঙ্গে আমাদের অনেক কথাই হয়েছে। বিশেষ করে ৬৮ বছরের ছিটমহল সমস্যা সমাধান ও সীমান্ত চুক্তি করায় আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছি।'
রওশন আরও বলেন, 'তিস্তা নিয়ে আমরা মোদির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। মোদি বলেছেন, এটা রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে সমাধান করা হবে।'
রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— জানতে চাইলে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, 'রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।'
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, তাজুল ইসলাম চৌধুরী ও সেলিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/০৭ জুন ২০১৫/ এস আহমেদ