আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কনফারেন্স রুমে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মজুদ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন রমজান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে চাহিদার তুলনায় দেড়গুণ পণ্য বেশি মজুদ রয়েছে। আর ব্যবসায়ীরাও দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন। তাছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি মজুদ আছে। কোনো সংকট নেই।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে পণ্যমূল্যের লাভ সহনশীল পর্যায়ে রাখতে হবে। কেউ মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন প্রমুখ।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব