বরিশালের উজিরপুর উপজেলার গড়িয়া গ্রামে সুমন গাজী (১৮) নামের এক যুবকের ডান হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কবজিও কেটে গেছে।
সোমবার রাত ১০ থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। সুমনের মামা মজিবর জানান, পূর্ব শত্রুতার জেরে গড়িয়া গ্রামের নতুন হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় জন্য প্রতিবেশী ও সুমনের বন্ধু জসিমকে দায়ী করেন তিনি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সাড়ে ১০ টার দিকে সুমনকে উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ