জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে মর্মে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নতুন কমিটির নেতাসহ বিবাদীদের আগামী সাতদিনে মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদের দায়ের করা এক স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমায় বিচারক শাহাদৎ হোসেন এ নির্দেশ দেন।
এরআগে, বুধবার সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ২০১৫-১৬ মেয়াদের গঠিত কমিটি, তিনটি ব্যাংকের কর্তৃপক্ষ ও ঢাকার জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে এ স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করেন আবদাল আহমেদ।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব