নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহীদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ ভোরে স্থানীয় ১০/১২জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয়দের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যায়। এ সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করলে পালিয়ে আসার সময় বিএসএফ শহীদুল ইসলামকে আটক করে তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তাকে গলা কেটে হত্যা করে বাংলাদেশের অভ্যন্তরে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে সাপাহার থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৫/ রশিদা