বৈরী আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ওই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে।
আজ সকাল থেকে চাঁদপুরে মুষলধারে বৃষ্টি ও মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। তবে এ পর্যন্ত কোন বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৫/ রশিদা