মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়া ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেন নরেন্দ্র মোদি। এ সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
এরআগে, গত ৭ জুন বাংলাদেশ সফরের সময় একাত্তরে স্বাধীনতার সংগ্রামের পক্ষে বিশ্বের সমর্থন আদায়ে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে এই সম্মাননা দেয় বাংলাদেশ। সে সময় অটল বিহারীর পক্ষে সম্মননা গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি-প্রতিদনি/১১ জুন, ২০১৫/মাহবুব