সংসদ অধিবেশন কক্ষের আচরণবিধি মানতে গিয়ে হুইপের আসনে বসে নজির গড়লেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বৃহস্পতিবার ৫টা ৫২ মিনিটে দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিচ্ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
অধিবেশন কক্ষে পালনীয় আচরণ বিধির ২৮ নম্বর অধ্যায়ের (২৬৭) ধারার (৪) উপধারায় বলা আছে- কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতি (স্পিকার) মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।
সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, কারও বক্তব্য চলাকালীন সময় সামনে দিয়ে যাওয়া বিধিসম্মত নয়, একে ফ্লোর ক্রসিং বলা হয়। কথাটি মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধির প্রতি সম্মান দেখিয়ে বসে পড়েন দীপু মনির পাশে হুইপ শহিদুজ্জামান সরকারের চেয়ারে। সেখানে বসেই প্রায় ৮মিনিট শোনেন বক্তৃতা। এভাবে ফ্লোর ক্রসিং না করার নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সচারাচার এমনটি দেখা যায়নি।
দীপু মনির বক্তব্য শেষ হলে তার সঙ্গে করমর্দন করে নিজ আসন গ্রহণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্তে কিছুক্ষণের জন্য গ্যালারিতে উপস্থিত দর্শনার্থী ও নবীন সংসদ সদস্যদের মাঝে বেশ কৌতুহলের জন্ম নেয়। সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৫/মাহবুব