ছয় দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ার লাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
আগামী ১৮ জুন শেখ হাসিনার দেশে ফিরে আসার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৫/ এস আহমেদ