তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার বাংলাদেশ বিরোধী অপরাধকর্ম ঢাকার জন্য এতদিন বাংলাদেশ-ভারত সম্পর্কের ভেতরে উত্তেজনা জিইয়ে রেখেছিলেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মার খেয়ে পিছু হটে যাওয়ার ফলে খালেদা জিয়া সুর পাল্টে ভারতের পক্ষে কথা বলার চেষ্টা করছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা মনে করি বন্ধু কখনওই প্রভু নয়, সম্প্রতিককালে বেগম খালেদা জিয়া ভারতের সাথে প্রভুদের মত তোষামদি করছেন। তিনি ভারতকে প্রভু মেনে অভিযোগনামা দাখিলের রাজনীতি করেছেন।
এ সময় নির্বাচনের কারচুপি তদন্ত নিয়ে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের উদ্বেগ প্রকাশ করা প্রসঙ্গে ইনু বলেন, স্বাধীন বাংলাদেশ হিসেবে আমাদের দেশের নির্বাচনী আইন-কানুন ভঙ্গ হলে সেটা দেখভালের দায়িত্ব আমাদেরই। এখানে বিদেশী বন্ধু রাষ্ট্রের আনন্দিত হওয়া বা হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীর সব দেশের নির্বাচনের উপর নজরদারির দায়িত্ব কোন বিদেশী রাষ্ট্রকে দেওয়া হয়নি।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ প্রশাসনিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রধান করে জেলা পুলিশ।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব