জঙ্গিদের বিস্ফোরক তৈরিতে কেমিক্যাল সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ল্যাব সহকারীসহ তিন কেমিক্যাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জঙ্গী সংগঠনকে বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ সরবারহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবসহকারীসহ তিন কেমিক্যাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৫/মাহবুব