মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে আগামীকাল শনিবার দেখা করবেন তার আইনজীবীরা। আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী শিশির মনির।
শনিবার সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করতে যাবেন তার পাঁচ আইনজীবী। তারা হলেন এ্যাডভোকেট শিশির মো. মনির, এ্যাডভোকেট মশিউল আলম, এ্যাডভোকেট কামাল উদ্দিন, এ্যাডভোকেট নাজিবুর রহমান ও এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এর আগে ১৬ জুন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ চূড়ান্ত রায়ে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন ২০১৫/শরীফ