মিয়ানমার থেকে ফেরত আসা ৩৭ বাংলাদেশিকে আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৩৭ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার জিজ্ঞাসাবাদ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
তাদের খাবার, চিকিৎসা এবং বাড়ি পৌঁছানো পর্যন্ত আইওএম সার্বিক সহযোগিতা দেবে।
শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর এ ৩৭ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার।
এদের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।
গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার। এর মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে গত ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।
পরে আরও ৩৭ জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ