মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা। আজ শনিবার বেলা এগারটা ৫ মিনিটে জেলগেটে পৌঁছান মুজাহিদের পাঁচ আইনজীবী। পরে তারা কারাগারের ভেতরে যান। মুজাহিদের প^াচ আইনজীবী হচ্ছেন শিশির মনির, মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান এবং মতিউর রহমান আকন্দ।
১৬ জুন আপিল মামলার চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনালের দেওয়া মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ মুজাহিদের আপিল আংশিক মঞ্জুর করে বুদ্ধিজীবী হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/শরীফ