সুইস ব্যাংকে বাংলাদেশের কার এত টাকা জমা পড়ছে? - আজ শনিবার সংসদে দাঁড়িয়ে এ প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
সকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাজী মো. সেলিম বলেন, বিদেশে টাকা পাচার হওয়ার বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, দেশের স্বার্থেই বিদেশে পাচার হওয়া টাকার বিষয়টি সুরাহা হওয়া দরকার। বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বাড়ছে। যা দিয়ে ছয়টি পদ্মা সেতু তৈরি সম্ভব। আর সুইস ব্যাংকে এদেশের কার, কত টাকা আছে তা জানার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে চিঠি দিয়েও কোনও সাড়া পায়নি।
বিদেশে টাকা পাচার রোধে অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে আরও বেশি সক্রিয় কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে রুলিং জারি করে নির্দেশ দিলে তারা কাজ করতে বাধ্য হবে।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আমরা পয়েন্ট অব অর্ডারে অনেক সমস্যার কথা বলি। আপনি সেগুলো শোনেন, কিন্তু কোনো রুলিং দেন না। ফলে অনেক সমস্যার সমাধান হয় না। আপনি এ বিষয়ে রুলিং দিলে এগুলোর দ্রুত সমাধান হবে।
এদিকে, অনির্ধারিত এ আলোচনায় অংশ নিয়ে আরেক স্বতন্ত্র সংসদ সদস্য রস্তম আলী ফরাজী সাগরে পাচার হওয়া বাংলাদেশিদের উদ্ধারে নেওয়া পদক্ষেপের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিবৃতি প্রকাশ করতে আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ