বাংলাদেশ-ভারত সম্পর্কে এগিয়ে নিতে দুই দেশের দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কানেক্টিভিটির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে তা এ অঞ্চলের সব মানুষেরই উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা এ কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ। সামিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আমির উল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. খোন্দকার ইব্রাহিম খালেদ, ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জে. অব. আব্দুর রশিদ, পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, নারী নেত্রী খুশি কবির, গণমাধ্যম ব্যক্তিত্ব আবেদ খান, মোজাম্মেল বাবু, সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ