রাজধানীর যানজটের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা শহরের যানজট, আর পানির অবস্থা অস্বীকার করার কিছু নাই। কিন্তু যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে যানজটমুক্ত হবে। বিশেষ করে ফ্লাইওভার, মেট্রোরেলের কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেস আসছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সোমবারের বৈঠকে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী অপরাধের শীর্ষে এখন সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমাদের এখানে রয়েছে সর্বধুনিক ডিএনএ টেস্ট ল্যাবরেটোরি (ল্যাব)। এখন আর ডিএনএ টেস্ট করতে বিদেশে যেতে হয় না। সাইবার ক্রাইম মুক্ত করতে ইতোমধ্যে নানাবিধ ব্যবস্থা নিয়েছি। সীমান্তবর্তী ২০০ মাইল নজরদারীতে আছে। অচিরেই আরও ২৫০ মাইল নজরদারিতে আনা হবে। এভাবে সারা দেশকে সাইবার ক্রাইম মুক্ত করতে নজরদারিতে আনার কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমাদের বিজিবি, কোস্ট গার্ড, আনসার, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সেভাবেই গড়ে তুলছি। মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা