বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামাণিক বলেছেন, দেশে এখন ৫৬ হাজার পাটকল শ্রমিক বেকার। বর্তমানে বিজেএমএ'র আওতাধীন ৩৫টি ও বিজেএসএ'র আওতাধীন ২৬টিসহ মোট ৬১টি মিল বন্ধ রয়েছে। সেগুলোর বেকার শ্রমিকের সংখ্যা বিজেএমএ'র ৪৭ হাজার ৬৮২ জন এবং বিজেএসএ'র ৮ হাজার ৪৭৫ জনসহ মোট ৫৬ হাজার ১৫৭ জন। তবে বিজেএমসির আওতাধীন কোন পাটকল বন্ধ নেই বিধায় কোন শ্রমিক বেকার নেই বলে তিনি জানান।
জাতীয় সংসদে সোমবার বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এসময় তিনি বর্তমানে দেশের ২০৯টি পাটকল চালু রয়েছে বলেও জানান।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে চালু মিল বিজেএমএ'র আওতাধীন ১০৪ এবং বিজেএসএ'র আওতাধীন ৮০টিসহ মোট ১৭৪টি জুট মিল রয়েছে। তিনি বলেন, ওই মিলসমূহে হেসিয়ান, সেকিং, সিবিসি (কার্পেট বেকিং ক্লথ), কার্পেট, ইয়ার্ন/টোয়াইন উৎপাদিত হয়।
২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৫ দশমিক ০১ লাখ বেল পাট উৎপন্ন হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/ এস আহমেদ