খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার পর ভারতীয় সমর্থক সুধীর গৌতমের ওপর হামলা হয়েছে বলে যে খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সত্য নয় বলে সুধীর নিজেই নিশ্চিত করেছে।
আজ সোমবার রাতে বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকালে সুধীর একথা জানান।
তিনি বলেন, খেলা শেষ আমি যখন গেট দিয়ে বের হচ্ছিলাম তখন আমি ভারতবিরোধী উচ্ছ্বাস দেখে ভয় পেয়েছিলাম। দূর থেকে অনেকে আমার দিকে তেড়ে আসে। এজন্য আমি ভয় পেয়ে পাশের একটি সেলুনে আশ্রয় নেই।
কেউ সরাসরি আঘাত করেছে কিনা এমন প্রশ্নের জবাবে সুধীর বলেন, আমাকে কেউ মারতে উদ্যত হয়নি। তাছাড়া কেউ আমার উপর আক্রমণও করেনি। আমি ভয়ে সেলুনে আশ্রয় নেই।
এ ব্যাপারে মিরপুর জোনের এডিসি মাসুদ আহমেদ বলেন, তার উপর হামলার ঘটনা সত্য নয়। আমরা বিষয়টি তদন্ত করেছি। এ ব্যাপারে সুধীরের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। খেলা শেষ হওয়ার পর বেশি লোকের উচ্ছ্বাস দেখে তিনি ভীত হয়েছিলেন।